অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের মধ্য দিল্লির কমলা মার্কেটে ঘটনাটি ঘটেছে। নিজের কিশোরী মেয়ের সামনেই আট বছরের এক শিশুকে ধর্ষণ করলো সেই কিশোরীর বাবা। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনার দিন সেই শিশুটি তখন পার্কে তার বন্ধুদের সঙ্গে খেলছিল। এরপর চকোলেটের লোভ দেখিইয়ে ওই শিশুকন্যা ও সেই কিশোরীকে কাছেই একটি জিমে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই সেই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। কাউকে কিছু জানালে তার ক্ষতি করে দেবে বলে শিশুটিকে ভয়ও দেখিয়েছিল অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অমিত। বছর ছত্রিশের বিপত্নীক ওই অভিযুক্ত তার দুই মেয়েকে নিয়ে দিল্লির কমলা মার্কেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে। একই পাড়াতে বাড়ি সেই শিশুটিরও। অমিত তার এক মেয়েকে নিয়ে পার্কে গিয়েছিল। সেখানেই বন্ধুদের সঙ্গে খেলছিল ধর্ষণের শিকার শিশুটি। চকোলেটের লোভ দেখিয়ে কাছে তাকে ডেকে নেয় অভিযুক্ত।
শিশুটির মা জানায়, এই ঘটনার পর তার মেয়ে শুধুই কেঁদে যাচ্ছিল। প্রথমে কিছু বলতে না চাইলেও বার বার জিজ্ঞাসা করাতে গোটা ঘটনা খুলে বলে সে। ওই নারী ও তার স্বামী স্থানীয় থানায় অমিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ গ্রেফতার করে তাকে। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশি জেরার মুখে সব স্বীকার করে নিয়েছে সে। পুলিশ জানিয়েছে, ওই শিশুকন্যার পাশাপাশি অভিযুক্তের মেয়েরও কাউন্সেলিং চলছে।