অাকাশ বিনোদন ডেস্ক:
২০০১ সালে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনে নায়করাজ রাজ্জাকের সম্মানে নামফলক স্থাপন করা হয়। অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাওয়া নামফলকটি নতুন করে আবারো সংস্কার করা হয়েছে।
চলচ্চিত্র শিল্পী সমিতি নাম ফলকটি সংস্কার করেছে।
বিষয়টি নিয়ে শিল্পী সমিতির সাধারন সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, আমি অনেকদিন ধরেই দেখছি নায়করাজের বড় অর্জনের এই ফলকটি অযত্ন আর অবহেলায় পড়ে ছিল। আমার দায়িত্ববোধের জায়গা থেকেই এর সংস্কার করছি।
তিনি আরো বলেন, এই নামফলকের চারপাশে ফুলের গাছ সুশোভিত থাকবে। এছাড়াও একটি স্পটলাইট থাকবে। কারণ হল, যাতে রাতে দূর থেকে ফলকটি সবাই যাতে দেখতে পায়। সে অনুযায়ী কাজ চলছে।
প্রসঙ্গত, গত ২১শে অগাস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক (৭৬) মৃত্যুবরণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















