অাকাশ বিনোদন ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার তাসকিন আহমেদ। এবার মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌসি পিয়ার সঙ্গে জুটি বেঁধে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।
গতকাল ১৫ সেপ্টেম্বর এফডিসিতে এ বিজ্ঞাপনটির দৃশ্যায়ন ধারণ করা হয়েছে। জুতার এই নতুন বিজ্ঞাপনটি পরিচালনা করছেন আদনান আল রাজিব।
জান্নাতুল ফেরদৌসি পিয়া বলেন, একটি জুতার বিজ্ঞাপনের কাজ। যেখানে তাসকিনের সঙ্গে কাজটি করছি। বিজ্ঞাপনটির আয়োজন বেশ ভালো। আশা করছি কাজটি ভালো হবে।
খুব শিগগিরই টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বলে জানা গেছে। এই আগেই বেশকিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাসকিন আহমেদ’কে।
আকাশ নিউজ ডেস্ক 

























