ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় পেলে তোমায় খুন করব: এমবাপ্পে

আকাশ স্পোর্টস ডেস্ক:    

চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবারের রাতটা ছিল কেবল পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের।

সে রাতে দুর্দান্ত পারফরম করে লিওনেল মেসিদের ঘুম কেড়ে নেন তিনি। তার হ্যাটট্রিকে রীতিমতো বিধ্বস্ত হয়েছেন কাতালানরা। ৪-১ গোলের ব্যবধানে বার্সেলোনাকে হারায় পিএসজি।

তবে এমন কীর্তিময় ম্যাচের মধ্যেও বিতর্কে জড়িয়েছেন এমবাপ্পে।

বার্সার ডি-বক্সে ডিফেন্ডার জর্দি আলবার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে মেজাজ হারান এমবাপ্পে। আলবাকে হুমকি দিয়ে বলেন– ‘রাস্তায় পেলে তোমাকে খুন করব।’

পিএসজি তারকার সেই কথাটি স্পষ্ট শোনা গেছে ‘মুভিস্টার প্লাসের’ ক্যামেরায়।

ইউরোপের ক্রীড়াভিত্তিক দৈনিক মার্কা জানিয়েছে, পিএসজির পাওয়া একটি কর্নার কিকের সময় ডি-বক্সে এমবাপ্পের ওপর নজরদারিতে ছিলেন ২০ বছর বয়সী ডিফেন্ডার সার্জিনো ডেস্ট। এই নজরদারির মধ্যে এমবাপ্পের গা ঘেঁষে বারংবার ধাক্কা দিচ্ছিলেন ডেস্ট। বিরক্ত হয়ে এমবাপ্পে একপর্যায়ে ডেস্টকে বলে ওঠেন– ‘আমাকে ছোঁবে না।’ এমবাপ্পের এমন মন্তব্যের পর প্রথমে জর্দি আলবা ও পরে পিকে তার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে রেগে আগুন হয়ে স্প্যানিশ ভাষায় আলবাকে দুবার হুমকি দিয়ে বসেন এমবাপ্পে। বলেন, ‘রাস্তায় পেলে তোমাকে আমি খুন করব।’

পাল্টা জবাব দেন পিকে। এমবাপ্পেকে বলেন, ‘তুমি কাকে মারতে চাও? এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিকেকে উদ্দেশ্য করে আলবা বলেন, ‘ও শিখছে, ছেলেটা শিখছে।’

ডেস্ট, জর্দি আলবা ও পিকের সঙ্গে এমবাপ্পে এই কথোপকথনের পুরোটাই ধারণ করেছেন গোলপোস্টের কাছাকাছি পেছনে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান।

ভিডিওতে সেই ঘটনার সবটাই ফুটে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাস্তায় পেলে তোমায় খুন করব: এমবাপ্পে

আপডেট সময় ০৬:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:    

চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবারের রাতটা ছিল কেবল পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের।

সে রাতে দুর্দান্ত পারফরম করে লিওনেল মেসিদের ঘুম কেড়ে নেন তিনি। তার হ্যাটট্রিকে রীতিমতো বিধ্বস্ত হয়েছেন কাতালানরা। ৪-১ গোলের ব্যবধানে বার্সেলোনাকে হারায় পিএসজি।

তবে এমন কীর্তিময় ম্যাচের মধ্যেও বিতর্কে জড়িয়েছেন এমবাপ্পে।

বার্সার ডি-বক্সে ডিফেন্ডার জর্দি আলবার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে মেজাজ হারান এমবাপ্পে। আলবাকে হুমকি দিয়ে বলেন– ‘রাস্তায় পেলে তোমাকে খুন করব।’

পিএসজি তারকার সেই কথাটি স্পষ্ট শোনা গেছে ‘মুভিস্টার প্লাসের’ ক্যামেরায়।

ইউরোপের ক্রীড়াভিত্তিক দৈনিক মার্কা জানিয়েছে, পিএসজির পাওয়া একটি কর্নার কিকের সময় ডি-বক্সে এমবাপ্পের ওপর নজরদারিতে ছিলেন ২০ বছর বয়সী ডিফেন্ডার সার্জিনো ডেস্ট। এই নজরদারির মধ্যে এমবাপ্পের গা ঘেঁষে বারংবার ধাক্কা দিচ্ছিলেন ডেস্ট। বিরক্ত হয়ে এমবাপ্পে একপর্যায়ে ডেস্টকে বলে ওঠেন– ‘আমাকে ছোঁবে না।’ এমবাপ্পের এমন মন্তব্যের পর প্রথমে জর্দি আলবা ও পরে পিকে তার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে রেগে আগুন হয়ে স্প্যানিশ ভাষায় আলবাকে দুবার হুমকি দিয়ে বসেন এমবাপ্পে। বলেন, ‘রাস্তায় পেলে তোমাকে আমি খুন করব।’

পাল্টা জবাব দেন পিকে। এমবাপ্পেকে বলেন, ‘তুমি কাকে মারতে চাও? এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিকেকে উদ্দেশ্য করে আলবা বলেন, ‘ও শিখছে, ছেলেটা শিখছে।’

ডেস্ট, জর্দি আলবা ও পিকের সঙ্গে এমবাপ্পে এই কথোপকথনের পুরোটাই ধারণ করেছেন গোলপোস্টের কাছাকাছি পেছনে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান।

ভিডিওতে সেই ঘটনার সবটাই ফুটে উঠেছে।