আকাশ স্পোর্টস ডেস্ক:
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করল শেখ রাসেল ক্রীড়াচক্র।
শুক্রবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে শেখ রাসেল।
এর ফল আসে প্রথমার্ধের শুরুতেই। ১৬তম মিনিটের মধ্যেই দুই গোলের দেখা পায় সাবেক চ্যাম্পিয়নরা। এরপর ৩৪তম মিনিটে সিয়ো জুনাপিয়োর গোলে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করায় হার সঙ্গী করে মাঠ ছাড়ে ব্রাদার্স।
আকাশ নিউজ ডেস্ক 

























