ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২১ বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে দিল মোহাম্মদ ভারতে আশ্রয় নেয়া প্রথম রোহিঙ্গা বলে ধারণা করা হয়।—আল জাজিরা ভারতে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না।

জাতিসংঘে ভারতের রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের সমালোচনার পরদিন মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজু একথা বলেন। কয়েক দিন আগে অবশ্য তিনিই সব রোহিঙ্গাকে ভারত থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছিলেন।

দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার সে মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কিরণ বিজু বলেন, ‘আমরা যা বলেছি, তা হলো প্রত্যেক রাজ্য সরকার অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিত করে তালিকা তৈরি করুক। ভারতে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার যে নিয়ম আছে, রোহিঙ্গাদের ব্যাপারেও তাই অনুসরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত সরকার সব সময় শরণার্থীদের মানবিক দিক থেকেই বিচার করে থাকে। শরণার্র্থীদের জন্য যে নীতিমালা রয়েছে, তা অনুসরণ করে চলে।’

এর আগে জাতিসংঘ রোহিঙ্গাদের ব্যাপারে ভারতের বক্তব্যের যে সমালোচনা করেছিল, প্রতিমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘জাতিসংঘ ভারতের নিরাপত্তার বিষয়গুলো আমলে না নিয়েই ওইসব মন্তব্য করেছে। ভারতে এখনও অনেক রোহিঙ্গা পরিবার রয়েছে।’

এরইমধ্যে ভারতের পত্রিকা ‘দ্য হিন্দু’ এক প্রতিবেদনে বলেছে, ভারত বাংলাদেশের চাপেই রোহিঙ্গানীতি পরিবর্তন করেছে। প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক ভারত মহাসাগরের উপকূলের দেশগুলোর সম্মেলনের ফাঁকে ভারতকে রোহিঙ্গা সমস্যা সমাধানে উদ্যোগী হতে বলেন। এরপর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের সঙ্গে দেখা করে ফের চাপ দেন।

এদিকে, ভারতে আশ্রিত দুই রোহিঙ্গা মোহাম্মদ সলিমউল্লাহ ও মোহাম্মদ শাকির রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট মঙ্গলবার এ বিষয়ে সরকারের মতামত জানতে চেয়ে নোটিশ জারি করেছেন। ১৮ সেপ্টেম্বর মামলার শুনানি শুরু হবে।

মিয়ানমারকে ভারত কোনো চাপ দিয়েছে কি-না—এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে ভারত সরকারের ঘোষিত নীতি অনুসরণ করেই মত দেওয়া হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না ভারত

আপডেট সময় ১০:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২১ বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে দিল মোহাম্মদ ভারতে আশ্রয় নেয়া প্রথম রোহিঙ্গা বলে ধারণা করা হয়।—আল জাজিরা ভারতে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না।

জাতিসংঘে ভারতের রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের সমালোচনার পরদিন মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজু একথা বলেন। কয়েক দিন আগে অবশ্য তিনিই সব রোহিঙ্গাকে ভারত থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছিলেন।

দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার সে মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কিরণ বিজু বলেন, ‘আমরা যা বলেছি, তা হলো প্রত্যেক রাজ্য সরকার অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিত করে তালিকা তৈরি করুক। ভারতে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার যে নিয়ম আছে, রোহিঙ্গাদের ব্যাপারেও তাই অনুসরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত সরকার সব সময় শরণার্থীদের মানবিক দিক থেকেই বিচার করে থাকে। শরণার্র্থীদের জন্য যে নীতিমালা রয়েছে, তা অনুসরণ করে চলে।’

এর আগে জাতিসংঘ রোহিঙ্গাদের ব্যাপারে ভারতের বক্তব্যের যে সমালোচনা করেছিল, প্রতিমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘জাতিসংঘ ভারতের নিরাপত্তার বিষয়গুলো আমলে না নিয়েই ওইসব মন্তব্য করেছে। ভারতে এখনও অনেক রোহিঙ্গা পরিবার রয়েছে।’

এরইমধ্যে ভারতের পত্রিকা ‘দ্য হিন্দু’ এক প্রতিবেদনে বলেছে, ভারত বাংলাদেশের চাপেই রোহিঙ্গানীতি পরিবর্তন করেছে। প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক ভারত মহাসাগরের উপকূলের দেশগুলোর সম্মেলনের ফাঁকে ভারতকে রোহিঙ্গা সমস্যা সমাধানে উদ্যোগী হতে বলেন। এরপর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের সঙ্গে দেখা করে ফের চাপ দেন।

এদিকে, ভারতে আশ্রিত দুই রোহিঙ্গা মোহাম্মদ সলিমউল্লাহ ও মোহাম্মদ শাকির রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট মঙ্গলবার এ বিষয়ে সরকারের মতামত জানতে চেয়ে নোটিশ জারি করেছেন। ১৮ সেপ্টেম্বর মামলার শুনানি শুরু হবে।

মিয়ানমারকে ভারত কোনো চাপ দিয়েছে কি-না—এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে ভারত সরকারের ঘোষিত নীতি অনুসরণ করেই মত দেওয়া হয়েছে।’