অাকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন বাংলাদেশের তামিম ইকবাল। লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্রথমটিতে ১৯৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন এই দুই ব্যাটসম্যান।
এর আগে পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। মাত্র ৮ রানে ফখর জামানের উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে এরপর আহমেদ শেহজাদ ও বাবর আজমের ব্যাটে প্রতিরোধ গড়ে পাকিস্তান। এই দুজন ৮১ বলে ১২২ রানের দুর্দান্ত এক জুটি গড়েন| এরপর আহমেদ শেহজাদ (৩৯) আউট হন| বাবর আজমও সাজঘরে ফিরে যান এরপর। আউট হওয়ার আগে বাবর ৫২ বলে ১০ চার ও দুই ছক্কার মারে করেন ৮৬ রান।
তিন উইকেট হারানো পাকিস্তানকে তখন পথ দেখান শোয়েব মালিক। ২০ বলে চারটি চার ও দুটি ছক্কার মারে করেন ৩০ রান। আর মাত্র চার বল খেলে ১৫ রানে ঝড়ো ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। দুই ছক্কার মারে এ রান করেন তিনি। সেই সুবাদে পাকিস্তান ১৯৭ রানের বড় স্কোর গড়তে সক্ষম হয়। বিশ্ব একাদশের হয়ে থিসারা পেরেরা দুটি এবং মরনে মরকেল, বেন কাটিং ও ইমরান তাহির একটি করে উইকেট নেন।
আকাশ নিউজ ডেস্ক 

























