আকাশ বিনোদন ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের টিভি অভিনেত্রী দিব্যা ভাটনাগর মারা গেছেন।
সোমবার সকালে মুম্বাইয়ের সেভেনহিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর ভেন্টিলেটরে রাখা হয়েছিল। এছাড়া তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে এই রোগের সঙ্গে লড়াই করেছিলেন।
এর আগে দিব্যার মা জানিয়েছিলেন, তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায়ও ভুগছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।
তবে শেষ রক্ষা হলো না তার। না ফেরার দেশেই চলে যেতে হলো এই টিভি অভিনেত্রীকে।
‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এর অভিনেত্রী দিব্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দুই অভিনেত্রী বন্ধু দেবলীনা ভট্টাচার্য ও শিল্পা শিরোদকর।
আকাশ নিউজ ডেস্ক 























