অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, রাজনীতিতে দুষ্ট চক্র প্রবেশ করেছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ন্যাপ ভাসানীর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দুষ্ট চক্র হলো বিএনপি। দুষ্ট চক্রের হাত থেকে রাজনীতিকে রক্ষা করতে হবে। এছাড়া বিএনপি হলো রাজনীতির উচ্ছিষ্ট কাকদের সমন্বয়ে গঠিত একটি দল।
এছাড়া বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, মায়ানমার থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মায়ানমারে যা ঘটছে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। রোহিঙ্গাদের ওপর নির্যাতন মানবিক বিষয়। আপনারা দয়ে করে মানবিক বিষয়কে ইস্যু করে নোংরা রাজনীতি করার চেষ্টা করবেন না।
আকাশ নিউজ ডেস্ক 



















