অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। শনিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ভুইগড় এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, স্থানীয় লোকজনের দেয়া সংবাদের ভিত্তিতে ডোবা থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। তবে তার গলায় কাপড় বাধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের পরণে ফুলপ্যান্ট ও সাদাকালো চেক শার্ট রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























