ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে জামায়াত প্রার্থী হুঙ্কার দিয়েছেন খালিদুজ্জামান ‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’: ইমানুয়েল মাক্রোঁ রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না: উপদেষ্টা সাখাওয়াত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০০০ সালের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওই বছরের ১০ নভেম্বর টাইগাররা প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ক্যালেন্ডারের পাতায় আজ ১০ নভেম্বর। সালটা ২০২০। অর্থাৎ, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে খেলার ২০ বছর পূর্তি আজ।

প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে। কিন্তু প্রথম ইনিংসে আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরিটি ছিল উল্লেখযোগ্য। তার সেঞ্চুরির সুবাদেই বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল। জবাবে প্রথম ইনিংসে ভারত করেছিল ৪২৯।

কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং একেবারেই ভালো ছিল না। স্বাগতিকরা মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। পরে মাত্র ১ উইকেট হারিয়ে ভারত জয় তুলে নেয়। প্রথম ম্যাচে যাই হোক না কেন, গত ২০ বছরে টেস্টে বাংলাদেশ তেমন উন্নতি করতে পারেনি।

২০ বছরে বাংলাদেশ মোট টেস্ট ম্যাচ খেলেছে ১১৯টি। কিন্তু দুঃখের বিষয় ২০ বছরে বাংলাদেশ ২০টি টেস্টও জিততে পারেনি। জয় এসেছে মাত্র ১৪ ম্যাচে। ড্র হয়েছে ১৬ ম্যাচ। হার ৮৯ ম্যাচে।

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি জয় জিম্বাবুয়ের বিপক্ষে (৭ জয়)। ক্রিকেটের এই লম্বা ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে ৪ ম্যাচে হারিয়েছে টাইগাররা। বাকি তিনটি জয় এসেছে শ্রীলঙ্কা (১টি), ইংল্যান্ড (১টি) ও অস্ট্রেলিয়ার বিপক্ষে (১টি)। কিন্তু ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে বাংলাদেশের কোনো টেস্ট জয় নেই। এমনকি টেস্টে নবাগত দল আফগানিস্তানের বিপক্ষেও এক ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে।

সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের এখন পর্যন্ত ৫টি ডাবল সেঞ্চুরি রয়েছে। এর মধ্যে মুশফিকুর রহিমেরেই ৩টি। বাকি দুইটির মধ্যে একটি সাকিব আল হাসানের। অপরটি তামিম ইকবালের।

প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে যারা ছিলেন:

শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল শাহরিয়ার, নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন, রঞ্জন দাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

আপডেট সময় ০৮:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০০০ সালের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওই বছরের ১০ নভেম্বর টাইগাররা প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ক্যালেন্ডারের পাতায় আজ ১০ নভেম্বর। সালটা ২০২০। অর্থাৎ, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে খেলার ২০ বছর পূর্তি আজ।

প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে। কিন্তু প্রথম ইনিংসে আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরিটি ছিল উল্লেখযোগ্য। তার সেঞ্চুরির সুবাদেই বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল। জবাবে প্রথম ইনিংসে ভারত করেছিল ৪২৯।

কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং একেবারেই ভালো ছিল না। স্বাগতিকরা মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। পরে মাত্র ১ উইকেট হারিয়ে ভারত জয় তুলে নেয়। প্রথম ম্যাচে যাই হোক না কেন, গত ২০ বছরে টেস্টে বাংলাদেশ তেমন উন্নতি করতে পারেনি।

২০ বছরে বাংলাদেশ মোট টেস্ট ম্যাচ খেলেছে ১১৯টি। কিন্তু দুঃখের বিষয় ২০ বছরে বাংলাদেশ ২০টি টেস্টও জিততে পারেনি। জয় এসেছে মাত্র ১৪ ম্যাচে। ড্র হয়েছে ১৬ ম্যাচ। হার ৮৯ ম্যাচে।

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি জয় জিম্বাবুয়ের বিপক্ষে (৭ জয়)। ক্রিকেটের এই লম্বা ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে ৪ ম্যাচে হারিয়েছে টাইগাররা। বাকি তিনটি জয় এসেছে শ্রীলঙ্কা (১টি), ইংল্যান্ড (১টি) ও অস্ট্রেলিয়ার বিপক্ষে (১টি)। কিন্তু ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে বাংলাদেশের কোনো টেস্ট জয় নেই। এমনকি টেস্টে নবাগত দল আফগানিস্তানের বিপক্ষেও এক ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে।

সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের এখন পর্যন্ত ৫টি ডাবল সেঞ্চুরি রয়েছে। এর মধ্যে মুশফিকুর রহিমেরেই ৩টি। বাকি দুইটির মধ্যে একটি সাকিব আল হাসানের। অপরটি তামিম ইকবালের।

প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে যারা ছিলেন:

শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল শাহরিয়ার, নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন, রঞ্জন দাস।