অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নাফ নদীর রক্তাক্ত লাশের ওপর দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মায়ানমারে খাদ্য আনতে গিয়ে মানবতা খাটো করেছেন, নির্যাতনকারীদের সমর্থন জুগিয়েছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের হত্যা, বর্বর নির্যাতন বন্ধ এবং বাংলাদেশের তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের দাবিতে’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গোটা বিশ্ব যখন মায়ানমারের অমানবিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তখন তাদের কাছে খাদ্য আনতে গেছেন আমাদের খাদ্যমন্ত্রী, সঙ্গে নিয়েছেন স্ত্রীকে। কত বড় নতজানু এই সরকার, প্রতিবাদ করতে পারে না, তাদের কাছে অনুনয়-বিনয় করছেন। এটা গোটা জাতির জন্য লজ্জাজনক।
তিনি আরো বলেন, রোহিঙ্গা সঙ্কটের মধ্যে কেন মিয়ানমারে যাচ্ছেন? কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে চাল আছে। সেখানে না গিয়ে কেন মায়ানমার যাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















