অাকাশ জাতীয় ডেস্ক:
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেছেন, ভবনের ষষ্ঠ তলায় লুকানো অবস্থায় বেশ কিছু আইইডি বোমা রাখা আছে, যা খুবই শক্তিশালী। বৃহস্পতিবার দুপুরে চতুর্থ দিনের অভিযানের চিত্র তুলে ধরতে গিয়ে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বোমাগুলো নিষ্ক্রিয় করতে আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। ষষ্ঠ তলাকে সিকিউর করতে আরো সময় লাগবে। চেষ্টা করবো আজ বিকেলের মধ্যে অভিযান শেষ করতে, যদি সম্ভব না হয় আমাদের আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, মিরপুরের বর্ধনবাড়ি এলাকার জঙ্গি আস্তানাটি পুরোপুরি ঝুঁকিমুক্ত করে অভিযান শেষ করতে আরো সময় লাগবে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। তাই ভবনটি পুরোপুরি ঝুঁকিমুক্ত করে অভিযান শেষ করতে আরো সময় লাগবে।
আকাশ নিউজ ডেস্ক 



















