অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ব্যাগের ভেতরে থাকা পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির থেকে ২৯ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। ইতালির রোম থেকে আসা ওই যাত্রীর নাম সালমান মুকুল (৩৮)। তিনি ঢাকার সাভারের বাসিন্দা।
বৃহস্পতিবার তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২১ ফ্লাইটে করে আসা এক যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৪৫ মিনিটে আসা ওই ফ্লাইটের সন্দেহজনক যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সালমান মুকুলের ব্যাগেজ স্ক্যান করে ব্যাগে থাকা পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির ভেতরে বাদামি স্কচটেপ পেঁচানো ৪টি প্যাকেট থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কারের ভাঙা অংশ উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 
























