আকাশ জাতীয় ডেস্ক:
স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলামসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সস্ত্রীক হাসপাতালে ভর্তি হন মেয়র আতিক।
এছাড়া মেয়র আতিকের এপিএস-২ রিশাদ মোর্শেদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেল সোমবার সকালে মেয়র আতিক সস্ত্রীক করোনা পজিটিভ আসার খবর পাওয়া যায়। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু মঙ্গলবার বিকালে হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















