অাকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা লাঞ্চের পর শুরু হয়েছে। এরআগে বৃষ্টি ভাসিয়ে নিয়ে যায় তৃতীয়দিনের প্রথম সেশনের খেলা।
শেষখবর পাওয়া পর্যন্ত অসিদের সংগ্রহ ৭১ ওভারে ২ উইকেটে ২৪৬ রান। ওয়ার্নার ৯৬ ও হ্যান্ডসকম্ব ৮১ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান করেছিলো অসিরা। ৮ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়েছিলো অস্ট্রেলিয়া।
স্মিথ ৫৮ রানে থামলেও, ওয়ার্নার টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি তুলে ৪টি চারের সহায়তায় ১৭০ বলে ৮৮ রানে অপরাজিত ছিলেন। আর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৯ রানে অপরাজিত হ্যান্ডসকম্ব। তার ১১৩ বলের ইনিংসে ৫টি চার ছিলো।
বাংলাদেশের মুস্তাফিজুর ও তাইজুল ১টি করে উইকেট নেন।
আকাশ নিউজ ডেস্ক 

























