আকাশ জাতীয় ডেস্ক:
দিল্লির ছাড়পত্র নিয়ে টানা ৫ দিন পর আজ শনিবার বেনাপোল বন্দরে ভারতীয় পিয়াজবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও তা হয়নি। ভারতের পেট্রাপোল বন্দর থেকে লিও পারমিশন (আউট পাশ) না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।
পূর্বের এলসিকৃত পিয়াজ বাংলাদেশে রফতানির নির্দেশনা দিয়ে শুক্রবার রাতে বন্দর ও কাস্টমসহ বিভিন্ন দফতরে পত্র প্রেরণ করেছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টম কর্তৃপক্ষ (সিবিআইসি)। এর ফলে আবার পিয়াজের দাম কমতে পারে।
কাস্টমস এক্ট প্রসিডর ৯,১২বি ধারামতে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর ভারতের সব শুল্ক কাস্টমসে নির্দেশনা দেয়া হয় বাংলাদেশে ৭৫০ ডলারের নিচে পিয়াজ রফতানি করা যাবে না। বাংলাদেশ আমদানিকারকদের-দাবি ও সরকারি তৎপরতায় ১৫ সেপ্টম্বর ভারতের রফতানিকারকরা পিয়াজ রফতানির আবেদন জানান। তারই পেক্ষিতে ১৮ সেপ্টম্বর পিয়াজ রফতানির অনুমতি দেয় ভারতের কেন্দ্রীয় শুল্ক অধিদপ্তর।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল বন্দরে আটকে থাকা পিয়াজের ট্রাকগুলো সে দেশের সংশ্লিষ্ট রফতানিকারকরা পচন ধরার ভয়ে কোলকাতার বিভিন্ন বাজারে সরিয়ে নিয়ে গেছে। সেখান থেকে বর্ডারে আসতে কিছুটা সময় লাগছে তাছাড়া বন্দর থেকে পিয়াজের ট্রাকের কোন লিও পারমিশন (আউট পাশ) না থাকায় আজ কোন পিয়াজের ট্রাক বেনাপোল বন্দরে ঢুকবে না বলে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী। তিনি বলেন, তবে আমরা আশা করছি আগামীকাল সকাল থেকে পূর্বের ন্যায় এ বন্দরে পিয়াজ আমদানি হবে।
বাংলাদেশ ভারত চেম্বর অব কমার্সের উপ-কমিটির পরিচালক মতিয়ার রহমান জানান, পেট্রাপোল বন্দরে রফতানির অপেক্ষায় থাকা প্রায় ১৫০ ট্রাক ও ঘোজাডাঙ্গা বন্দরসহ বিভিন্ন শুল্কস্টেশনে আটকে থাকা পিয়াজ রফতানির নির্দেশনা পৌছেছে সংশ্লিষ্ট দফতরে। ফলে আজ শনিবারই দেশের সব স্থলবন্দরে আসবে পিয়াজ। পূর্ব মূল্যেই আমদানি হচ্ছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















