অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিলের ব্রিজের উপরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন হৃদয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে হৃদয়কে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার নাম হৃদয় (২৭)। সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয়ের মামা ফয়সাল বলেন, নিহত হৃদয় রমনা মডেল থানার মগবাজারের আমবাগান এলাকায় থাকতেন। তার বাবার নাম হাবিবুল্লাহ। নিহত হৃদয়ের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রমনা থানাকে অবহিত করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























