আকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আপন ভাই বোনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে মামা বাদল মিয়া (৪০)।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেনের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন তিনি।
এর আগে বুধবার ঢাকার সবুজবাগ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ওইদিনই বাঞ্ছারামপুর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়।
উল্লেখ্য, ঘাতক বাদল মিয়ার সাথে তার বোন জামাইয়ের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে সমস্যা হয়। এর জের ধরে কিছুদিন আগে বোন জামাই তাকে একটি চড় মারেন। এর প্রতিশোধ নিতে ঘাতক বাদল মিয়া তার আপন দুই ভাগ্নে ও ভাগ্নিকে গলাকেটে হত্যা করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















