ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন

সুশান্ত মৃত্যুরহস্য: সিদ্ধার্থ-রিয়া সম্পর্কে নতুন মোড়

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে ফের নতুন মোড় যুক্ত হলো।

তাহলো সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর মোবাইল কললিস্ট ঘেঁটে তদন্ত কর্মকর্তারা জানতে পেরেছেন, গত ৭ মাসে রিয়ার সঙ্গে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির ১০০ বার ফোনে যোগাযোগ হয়েছে।

অথচ রিয়ার সঙ্গে এতো যোগাযোগের বিষয়ে কোনো তথ্যই মুম্বাইয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কার্যালয়ে জানাননি তিনি।

শনিবার সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির সদর দফতরে বয়ান রেকর্ড করতে তলব করা হয়।

সেখানে সুশান্ত বিষয়ে নানা কথা বললেও রিয়ার সঙ্গে তার ফোন কলের প্রসঙ্গ পুরোটাই এড়িয়ে যান সিদ্ধার্থ।

সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ পিঠানি। ইডির কর্মকর্তাদের তিনি বলেন, বড্ড একা হয়ে পড়েছিলেন সুশান্ত। জানুয়ারির প্রথম সপ্তাহে আমাকে ফোন করে সুশান্ত বলেন, আর অভিনয় করতে ভাল লাগছে না। চাকরি ছেড়ে আমার এখানে চলে আসো। ওখানে যা বেতন পাও সেটাই তোমাকে দেব এখানে।

এভাবেই নাকি বার বার সিদ্ধার্থকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছিল সুশান্ত।

বন্ধুর এমন কথায় আপ্লুত হয়ে চাকরি ছেড়ে মুম্বাইয়ে সুশান্তের কাছে চলে আসেন বলে জানান সিদ্ধার্থ।

সিদ্ধার্থ বলেন, আমাকে সহযোগী করে সুশান্ত নতুন কিছু করার পরিকল্পনা করছিল। অভিনয়টা বাদ দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি অথবা কনটেন্ট সংক্রান্ত কোনো কাজ শুরু করার কথা ভাবছিল সে। কিন্তু মুম্বাইয়ে ফিরে দেখি সুশান্ত একেবারেই ভেঙে পড়েছে। সব কিছু ছেড়ে পাভনায় নিজের ফার্ম হাউসে গিয়ে চাষাবাদ করে জীবন কাটানোর কথা ভাবছে।

সুশান্তের ডায়েরির পাতা উধাও প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে সিদ্ধার্থ বলেন, নায়কের মাঝেমধ্যেই নিজের ডায়রি ছেঁড়ার অভ্যাস ছিল। এর চেয়ে বেশি কিছু জানি না আমি।

এতো সব তথ্য দেয়ার পরও গত ৭ মাসে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে কেন ১০০ বারের মতো কথা হয়েছিল, কি নিয়ে হয়েছিল সে বিষয়ে কোনো কথাই তুলেননি সিদ্ধার্থ।

আর ঠিক এই বিষয়টিতেসুশান্ত-মৃত্যুর তদন্তে উত্তাপ বাড়তে থাকে। ইডির কর্মকর্তাদের প্রশ্ন, রিয়ার সঙ্গে তার কথোপকথনের বিষয় কেন আড়াল করেছেন সিদ্ধার্থ?

সে রহস্য জানতেই আবার সিদ্ধার্থকে হাজির হতে নির্দেশ দিয়েছে ইডি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

সুশান্ত মৃত্যুরহস্য: সিদ্ধার্থ-রিয়া সম্পর্কে নতুন মোড়

আপডেট সময় ১১:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে ফের নতুন মোড় যুক্ত হলো।

তাহলো সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর মোবাইল কললিস্ট ঘেঁটে তদন্ত কর্মকর্তারা জানতে পেরেছেন, গত ৭ মাসে রিয়ার সঙ্গে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির ১০০ বার ফোনে যোগাযোগ হয়েছে।

অথচ রিয়ার সঙ্গে এতো যোগাযোগের বিষয়ে কোনো তথ্যই মুম্বাইয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কার্যালয়ে জানাননি তিনি।

শনিবার সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির সদর দফতরে বয়ান রেকর্ড করতে তলব করা হয়।

সেখানে সুশান্ত বিষয়ে নানা কথা বললেও রিয়ার সঙ্গে তার ফোন কলের প্রসঙ্গ পুরোটাই এড়িয়ে যান সিদ্ধার্থ।

সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ পিঠানি। ইডির কর্মকর্তাদের তিনি বলেন, বড্ড একা হয়ে পড়েছিলেন সুশান্ত। জানুয়ারির প্রথম সপ্তাহে আমাকে ফোন করে সুশান্ত বলেন, আর অভিনয় করতে ভাল লাগছে না। চাকরি ছেড়ে আমার এখানে চলে আসো। ওখানে যা বেতন পাও সেটাই তোমাকে দেব এখানে।

এভাবেই নাকি বার বার সিদ্ধার্থকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছিল সুশান্ত।

বন্ধুর এমন কথায় আপ্লুত হয়ে চাকরি ছেড়ে মুম্বাইয়ে সুশান্তের কাছে চলে আসেন বলে জানান সিদ্ধার্থ।

সিদ্ধার্থ বলেন, আমাকে সহযোগী করে সুশান্ত নতুন কিছু করার পরিকল্পনা করছিল। অভিনয়টা বাদ দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি অথবা কনটেন্ট সংক্রান্ত কোনো কাজ শুরু করার কথা ভাবছিল সে। কিন্তু মুম্বাইয়ে ফিরে দেখি সুশান্ত একেবারেই ভেঙে পড়েছে। সব কিছু ছেড়ে পাভনায় নিজের ফার্ম হাউসে গিয়ে চাষাবাদ করে জীবন কাটানোর কথা ভাবছে।

সুশান্তের ডায়েরির পাতা উধাও প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে সিদ্ধার্থ বলেন, নায়কের মাঝেমধ্যেই নিজের ডায়রি ছেঁড়ার অভ্যাস ছিল। এর চেয়ে বেশি কিছু জানি না আমি।

এতো সব তথ্য দেয়ার পরও গত ৭ মাসে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে কেন ১০০ বারের মতো কথা হয়েছিল, কি নিয়ে হয়েছিল সে বিষয়ে কোনো কথাই তুলেননি সিদ্ধার্থ।

আর ঠিক এই বিষয়টিতেসুশান্ত-মৃত্যুর তদন্তে উত্তাপ বাড়তে থাকে। ইডির কর্মকর্তাদের প্রশ্ন, রিয়ার সঙ্গে তার কথোপকথনের বিষয় কেন আড়াল করেছেন সিদ্ধার্থ?

সে রহস্য জানতেই আবার সিদ্ধার্থকে হাজির হতে নির্দেশ দিয়েছে ইডি।