অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ৩৫ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে জামগড়া এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া বাসার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, মাসুদ মিয়ার ভাড়া বাসার একটি কক্ষ দু’দিন ধরে বন্ধ রয়েছে। রাতে সে কক্ষ থেকে পঁচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এসময় তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে একটি ড্রামের ভেতর থেকে ওই নারীর ৩৫ টুকরো অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























