আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডে একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের সামনে ‘বাইন্ডিং পয়েন্টস’ নামের ওই ছাপাখানার গুদামে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। দুপুর ২টা ৩০ মিনিটে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ডিউটি অফিসার রোজিনা আক্তার।
আকাশ নিউজ ডেস্ক 




















