অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, আমরা বারবারই বলে এসেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধানে যে গাইডলাইন দেয়া আছে, সে মোতাবেক হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অধীন যে নির্বাচন হবে, সে সময় এই সরকার সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে। এছাড়া খালেদা জিয়া এসে নির্বাচনের রূপরেখা দেবেন’ বেগম জিয়ার উপদেষ্টা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রশ্নের জবাবে হানিফ বলেন, যেকোনো ব্যক্তির সাধারণ চিন্তাভাবনা করার সুযোগ আছে, চিন্তাভাবনা করতে কোনো দোষ নেই।
এ সময় জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















