আকাশ জাতীয় ডেস্ক:
তুচ্ছ ঘটনার জের ধরে নোয়াখালী সুধারামের এওজবালিয়া ইউনিয়নের করমুল্যা বাজারের ব্যবসায়ী সাহাব উদ্দিনের দোকানে গতকাল বুধবার সকালে সন্ত্রাসী হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তরা পরিকল্পিতভাবে ব্যবসায়ী মো. সাহাব উদ্দিনকে (৩০) পিটিয়ে গুরুতর আহত করে ও লুটপাট করেছে।
গতকাল বুধবার দুপুরে গুরতর অবস্থায় সাহাব উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সাহাব উদ্দিন জানান, একই গ্রামের শাহাজানের নিকট দোকানের কিছু পাওনা টাকা চাওয়ায় মঙ্গলবার রাতে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকালে শাহজাহান এর নেতৃত্বে আলা উদ্দিন, মো. সুমন, বাংলা ফারুক, রাসেলসহ অজ্ঞাতরা অতর্কিতভাবে এসে তার দোকানে হামলা চালায় ও ভাংচুর করে এবং দোকানের ক্যাশ বাক্স থেকে ৭০-৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিলে তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কোন ধরনের ছাড় দেওয়া হবে না।
আকাশ নিউজ ডেস্ক 























