ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম

প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিততে হাড্ডাহাড্ডি লড়াই

আকাশ স্পোর্টস ডেস্ক:  

রেকর্ড সময়ের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ইতোমধ্যেই জয় করে নিয়েছে লিভারপুল। তবে এখন ঘনিয়ে গোল্ডেন বুট জয়ের লড়াই। লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ জিততে পারতেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। তবে সেক্ষেত্রে তাকে চেষ্টা করতে হবে লিস্টার সিটির জেমি ভার্ডিকে টপকানোর।

কারণ, এই মুহূর্তে গোলদাতা তালিকার শীর্ষে অবস্থান করছেন ভার্ডি। তাকে টপকে তালিকার শীর্ষে আরোহণ করতে হলে সালাহকে বাকি লিগ ম্যাচে অন্তত চারটি গোল করতে হবে।

আর্সেনাল তারকা পিয়েরে আবামেয়াং ও একহাত দিয়ে রেখেছেন সম্মানজনক এই পুরস্কারের উপর। গত আসরে ২২টি করে গোল নিয়ে সালাহ ও সাদিও মানের সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করেছিলেন তিনি। এবার অবশ্য ২০ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন এই গানার তারকা।

মৌসুমে অসাধারণ এক অভিযান রচনা করছেন সাউদাম্পটনের ডার্ক হর্স ড্যানি ইনজিস। সালাহর সমান ১৯ গোল নিয়ে যৌথভাবে তালিকার তৃতীয় অবস্থানে আছেন তিনি।

১৬টি করে গোল নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরো এবং লিভারপুলের সাদিও মানে। এক গোল কম করে নিয়ে যৌথভাবে পঞ্চম অবস্থানে রযেছেন উলভেসের জিমেনজা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মার্টিয়াল ও রাসফোর্ড।

এছাড়া চেলসির আব্রাহাম ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং গোল করেছেন ১৪টি করে। আসরে ১৩টি করে গোল করেছেন এভারটনের কালভার্টলুইস ও টটেনহ্যামের হ্যারি কেন। এভারটনের রিচার্লিসন গোল করেছেন ১২টি, আর ১১টি করে গোল করেছেন সিটির ডি ব্রুইনে, গ্যাব্রিয়েল জেসুস, নরউইচ সিটির পুক্কি ও বার্নলির উড। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজএ পর্যন্ত গোল করেছেন ১০টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রহস্যময়ী ফেসবুক পোস্টে কাকে ইঙ্গিত করলেন ওমর সানী?

প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিততে হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট সময় ০৯:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

রেকর্ড সময়ের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ইতোমধ্যেই জয় করে নিয়েছে লিভারপুল। তবে এখন ঘনিয়ে গোল্ডেন বুট জয়ের লড়াই। লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ জিততে পারতেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। তবে সেক্ষেত্রে তাকে চেষ্টা করতে হবে লিস্টার সিটির জেমি ভার্ডিকে টপকানোর।

কারণ, এই মুহূর্তে গোলদাতা তালিকার শীর্ষে অবস্থান করছেন ভার্ডি। তাকে টপকে তালিকার শীর্ষে আরোহণ করতে হলে সালাহকে বাকি লিগ ম্যাচে অন্তত চারটি গোল করতে হবে।

আর্সেনাল তারকা পিয়েরে আবামেয়াং ও একহাত দিয়ে রেখেছেন সম্মানজনক এই পুরস্কারের উপর। গত আসরে ২২টি করে গোল নিয়ে সালাহ ও সাদিও মানের সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করেছিলেন তিনি। এবার অবশ্য ২০ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন এই গানার তারকা।

মৌসুমে অসাধারণ এক অভিযান রচনা করছেন সাউদাম্পটনের ডার্ক হর্স ড্যানি ইনজিস। সালাহর সমান ১৯ গোল নিয়ে যৌথভাবে তালিকার তৃতীয় অবস্থানে আছেন তিনি।

১৬টি করে গোল নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরো এবং লিভারপুলের সাদিও মানে। এক গোল কম করে নিয়ে যৌথভাবে পঞ্চম অবস্থানে রযেছেন উলভেসের জিমেনজা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মার্টিয়াল ও রাসফোর্ড।

এছাড়া চেলসির আব্রাহাম ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং গোল করেছেন ১৪টি করে। আসরে ১৩টি করে গোল করেছেন এভারটনের কালভার্টলুইস ও টটেনহ্যামের হ্যারি কেন। এভারটনের রিচার্লিসন গোল করেছেন ১২টি, আর ১১টি করে গোল করেছেন সিটির ডি ব্রুইনে, গ্যাব্রিয়েল জেসুস, নরউইচ সিটির পুক্কি ও বার্নলির উড। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজএ পর্যন্ত গোল করেছেন ১০টি।