ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে দুই কিশোর আহত আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া ‘চরম অপমান’: শফিকুর রহমান বাংলাদেশি‌দের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস ওমানের শ্রমমন্ত্রীর ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর’ ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

ডিএনসিসির চিরুনি অভিযানে জরিমানা ৫৭ হাজার

আকাশ জাতীয় ডেস্ক: 

মশক পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা পঞ্চম দিনের মতো অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত পৃথক পৃথক অভিযানে মোট ৫৭ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

বুধবার (২০ মে) ডিএনসিসির পাঁচটি অঞ্চলের প্রতিটিতে একটি করে মোট পাঁচ ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ২ হাজার ১৫০টির অধিক বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠান, স্থাপনায় ও পরিত্যক্ত জায়গায় এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় ১২টি মামলায় মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-১ (উত্তরা)-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টরে মোট ১ হাজার ২০টি বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এসময়ে প্রায় ৭৮১টি স্পটে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। এরমধ্যে ২২টি স্পটে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিস মশার প্রজনন উপযোগী সম্ভাব্য সকল স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে এবং বাড়ির মালিকদেরকে সতর্ক করা হয়েছে। এসময়ে আলাদা দুইটি মামলায় মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অঞ্চল-২ (মিরপুর-২)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাসেদের নেতৃত্বে মিরপুর এলাকার ৬নং ওয়ার্ডের সেক্টর-৭ এ ৬২৫টি বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও স্থাপনায় অভিযান পরিচালিত হয়। এসময়ে ১৩৯টি স্থানে এডিস মশার মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে। একইসঙ্গে ৪টি স্থাপনায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৪টি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ১০টি বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে।

অঞ্চল-৩ (মহাখালী)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এর নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ডের নর্দা কালাচাঁদপুর এলাকায় ১৫১টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবনে চিরুনি অভিযান পরিচালিত হয়। এসময়ে ১৪৪টি স্থানে এডিস মশার মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে। এছাড়া ৬টি প্রতিষ্ঠানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আরো ১৬টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

অঞ্চল-৪ (মিরপুর-১০)-এর ১২ নম্বর ওয়ার্ডের ১৮৭টি বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও স্থাপনায় অভিযান পরিচালিত হয়। এসময়ে ১১৯টি স্থাপনায় এডিস মশার মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে সতর্ক করা হয়েছে। তবে কোন জরিমানা করা হয়নি।

অঞ্চল-৫ (কারওয়ান বাজার)-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ডের লালমাটিয়া নিউ কলোনি ও স্বপ্নপূরী এলাকায় ১৬৭টি হোল্ডিং পরিদর্শন করা হয়। এসময়ে উক্ত স্থাপনাসমূহে এডিস মশার লার্ভা ও প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়নি। সন্তোষজনক পরিবেশ পাওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতেও এমন সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

চলমান চিরুনি অভিযানসহ ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ১০ মে থেকে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত সর্বমোট ৪ লাখ পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং

ডিএনসিসির চিরুনি অভিযানে জরিমানা ৫৭ হাজার

আপডেট সময় ০৪:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

মশক পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা পঞ্চম দিনের মতো অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত পৃথক পৃথক অভিযানে মোট ৫৭ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

বুধবার (২০ মে) ডিএনসিসির পাঁচটি অঞ্চলের প্রতিটিতে একটি করে মোট পাঁচ ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ২ হাজার ১৫০টির অধিক বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠান, স্থাপনায় ও পরিত্যক্ত জায়গায় এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় ১২টি মামলায় মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-১ (উত্তরা)-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টরে মোট ১ হাজার ২০টি বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এসময়ে প্রায় ৭৮১টি স্পটে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। এরমধ্যে ২২টি স্পটে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিস মশার প্রজনন উপযোগী সম্ভাব্য সকল স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে এবং বাড়ির মালিকদেরকে সতর্ক করা হয়েছে। এসময়ে আলাদা দুইটি মামলায় মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অঞ্চল-২ (মিরপুর-২)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাসেদের নেতৃত্বে মিরপুর এলাকার ৬নং ওয়ার্ডের সেক্টর-৭ এ ৬২৫টি বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও স্থাপনায় অভিযান পরিচালিত হয়। এসময়ে ১৩৯টি স্থানে এডিস মশার মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে। একইসঙ্গে ৪টি স্থাপনায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৪টি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ১০টি বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে।

অঞ্চল-৩ (মহাখালী)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এর নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ডের নর্দা কালাচাঁদপুর এলাকায় ১৫১টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবনে চিরুনি অভিযান পরিচালিত হয়। এসময়ে ১৪৪টি স্থানে এডিস মশার মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে। এছাড়া ৬টি প্রতিষ্ঠানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আরো ১৬টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

অঞ্চল-৪ (মিরপুর-১০)-এর ১২ নম্বর ওয়ার্ডের ১৮৭টি বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও স্থাপনায় অভিযান পরিচালিত হয়। এসময়ে ১১৯টি স্থাপনায় এডিস মশার মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেসব স্থানে কীটনাশক স্প্রে করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে সতর্ক করা হয়েছে। তবে কোন জরিমানা করা হয়নি।

অঞ্চল-৫ (কারওয়ান বাজার)-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ডের লালমাটিয়া নিউ কলোনি ও স্বপ্নপূরী এলাকায় ১৬৭টি হোল্ডিং পরিদর্শন করা হয়। এসময়ে উক্ত স্থাপনাসমূহে এডিস মশার লার্ভা ও প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়নি। সন্তোষজনক পরিবেশ পাওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতেও এমন সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

চলমান চিরুনি অভিযানসহ ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ১০ মে থেকে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত সর্বমোট ৪ লাখ পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।