ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

আপনাদের মাঝেই খুঁজে নিতে চাই হারানো স্বজনের স্নেহ: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের মাঝেই খুঁজে নিতে চাই হারানো স্বজনের স্নেহ। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের কল্যাণে আমি কাজ করছি। ওয়াদা দিয়ে যাচ্ছি ভাগ্য পরিবর্তন করবোই। শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠে বানভাসিদের ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্যোগের দেশ, দুর্যোগ থাকবেই। তবে নিশ্চিত করতে পেরেছি যেন ক্ষয়ক্ষতি না হয়। সেজন্য আগাম ব্যবস্থা আমরা নিয়েছিলাম। ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করা প্রয়োজন সরকার করবে।

এছাড়া রাস্তাঘাট যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে যত টাকাই লাগুক প্রত্যেক এলাকায় রাস্তাঘাট করে দেবো। এ সময় সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, এই প্রকল্পগুলো সাধারণ মানুষের। যাতে মানুষ নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে পারেন।

তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ টাকায় চাল দেওয়া, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পে সুযোগ-সুবিধা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ মেরামতসহ যাদের বই নষ্ট হয়েছে তাদের বই দেওয়া হবে।

এছাড়া আমাদের লক্ষ্য বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বসবাস করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সব সময় কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের কাজ জনগণের সেবা করা। আর বিএনপি-জামায়াতের কাজ দেশকে ধ্বংস করা। তাই এদের রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে। ২০২১ সালে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়বো। আমরা সেভাবে কাজ করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে সন্ত্রাস-নাশকতার সৃষ্টি করে। তারা হরতাল-অবরোধের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। কিন্তু মানুষ তাদের তাণ্ডব রুখে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী। শুধু মনবল নিয়ে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। এই কথাটা বলার জন্যই এসেছি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

আপনাদের মাঝেই খুঁজে নিতে চাই হারানো স্বজনের স্নেহ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের মাঝেই খুঁজে নিতে চাই হারানো স্বজনের স্নেহ। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের কল্যাণে আমি কাজ করছি। ওয়াদা দিয়ে যাচ্ছি ভাগ্য পরিবর্তন করবোই। শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠে বানভাসিদের ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্যোগের দেশ, দুর্যোগ থাকবেই। তবে নিশ্চিত করতে পেরেছি যেন ক্ষয়ক্ষতি না হয়। সেজন্য আগাম ব্যবস্থা আমরা নিয়েছিলাম। ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করা প্রয়োজন সরকার করবে।

এছাড়া রাস্তাঘাট যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে যত টাকাই লাগুক প্রত্যেক এলাকায় রাস্তাঘাট করে দেবো। এ সময় সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, এই প্রকল্পগুলো সাধারণ মানুষের। যাতে মানুষ নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে পারেন।

তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ টাকায় চাল দেওয়া, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পে সুযোগ-সুবিধা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ মেরামতসহ যাদের বই নষ্ট হয়েছে তাদের বই দেওয়া হবে।

এছাড়া আমাদের লক্ষ্য বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বসবাস করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সব সময় কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের কাজ জনগণের সেবা করা। আর বিএনপি-জামায়াতের কাজ দেশকে ধ্বংস করা। তাই এদের রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে। ২০২১ সালে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়বো। আমরা সেভাবে কাজ করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে সন্ত্রাস-নাশকতার সৃষ্টি করে। তারা হরতাল-অবরোধের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। কিন্তু মানুষ তাদের তাণ্ডব রুখে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী। শুধু মনবল নিয়ে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। এই কথাটা বলার জন্যই এসেছি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।