ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর

গফরগাঁওয়ে ত্রাণ ছিনতাইয়ের ঘটনায় মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষোভ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকদের দেয়া ত্রাণসামগ্রী ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অসহায়দের ত্রাণ দিতে গিয়ে উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থকদের হামলার শিকার হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ‘টিম বয়’নাসির মিয়া ও তার বড় ভাইসহ কয়েকজন।

এ ঘটনায় পাঁচজনের নামে মামলা দায়ের হলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

জানা গেছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘টিম বয়’ নাসির মিয়া করোনা দুর্যোগে মাশরাফি, রিয়াদ, তামিম ও মুশফিকের সহযোগিতায় তার নিজ গ্রাম বাঙ্গালকান্দি ও পার্শ্ববর্তী সৈয়দ পাড়ায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ দেয়ার উদ্যোগ নেন। গত ৪ মে বাঙ্গালকান্দি গ্রামে কিছু মানুষকে ত্রাণ দিয়ে সৈয়দ পাড়ায় ত্রাণ দিতে গেলে তাদের ওপর হামলা ও ত্রাণ ছিনতাই করা হয়। এতে নাসির মিয়া ও তার বড় ভাই বাবুলসহ বেশ কয়েকজন আহত হন।

নাসির মিয়া অভিযোগ করে বলেন, লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লবের অনুমতি না নিয়ে ত্রাণ দেয়ায় চেয়ারম্যানের লোক রফিক, আপন, খাইরুল, রুবেল ও রাব্বিসহ ৮-১০ জন জামায়াত-শিবির অপবাদ দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের কাছে থাকা ত্রাণসামগ্রী ছিনিয়ে নেয়। পরে উল্টো আমাদের ছাগল চুরির অপবাদ দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে প্রথমে অভিযোগ নেয়নি। পরবর্তীতে মাশরাফি ও মাহমুদউল্লাহ ভাইয়ের সহযোগিতায় মামলা করেছি।

লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লব বলেন, ‘ওসি কিংবা ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়া রাতের আঁধারে ত্রাণ দেয়া নিষেধ। তাই এমন হট্টগোল হয়েছে। ত্রাণ দেয়ার সময় ছাত্রদলের এক নেতা নাসিরের সাথে অংশ নেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।’

এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ত্রাণ দেয়ার সময় একটা মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে আমাদের কাছে একটি অভিযোগ দিলে আমি নিজেই সরেজমিনে গিয়ে তদন্ত করে মামলা নেই। সেই সাথে আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাহমুদউল্লাহ রিয়াদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার চেষ্টা করছি, তখন কেউ কেউ আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এতে আমরা হতাশ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে ত্রাণ ছিনতাইয়ের ঘটনায় মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষোভ

আপডেট সময় ০৮:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকদের দেয়া ত্রাণসামগ্রী ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অসহায়দের ত্রাণ দিতে গিয়ে উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থকদের হামলার শিকার হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ‘টিম বয়’নাসির মিয়া ও তার বড় ভাইসহ কয়েকজন।

এ ঘটনায় পাঁচজনের নামে মামলা দায়ের হলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

জানা গেছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘টিম বয়’ নাসির মিয়া করোনা দুর্যোগে মাশরাফি, রিয়াদ, তামিম ও মুশফিকের সহযোগিতায় তার নিজ গ্রাম বাঙ্গালকান্দি ও পার্শ্ববর্তী সৈয়দ পাড়ায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ দেয়ার উদ্যোগ নেন। গত ৪ মে বাঙ্গালকান্দি গ্রামে কিছু মানুষকে ত্রাণ দিয়ে সৈয়দ পাড়ায় ত্রাণ দিতে গেলে তাদের ওপর হামলা ও ত্রাণ ছিনতাই করা হয়। এতে নাসির মিয়া ও তার বড় ভাই বাবুলসহ বেশ কয়েকজন আহত হন।

নাসির মিয়া অভিযোগ করে বলেন, লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লবের অনুমতি না নিয়ে ত্রাণ দেয়ায় চেয়ারম্যানের লোক রফিক, আপন, খাইরুল, রুবেল ও রাব্বিসহ ৮-১০ জন জামায়াত-শিবির অপবাদ দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের কাছে থাকা ত্রাণসামগ্রী ছিনিয়ে নেয়। পরে উল্টো আমাদের ছাগল চুরির অপবাদ দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে প্রথমে অভিযোগ নেয়নি। পরবর্তীতে মাশরাফি ও মাহমুদউল্লাহ ভাইয়ের সহযোগিতায় মামলা করেছি।

লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লব বলেন, ‘ওসি কিংবা ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়া রাতের আঁধারে ত্রাণ দেয়া নিষেধ। তাই এমন হট্টগোল হয়েছে। ত্রাণ দেয়ার সময় ছাত্রদলের এক নেতা নাসিরের সাথে অংশ নেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।’

এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ত্রাণ দেয়ার সময় একটা মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে আমাদের কাছে একটি অভিযোগ দিলে আমি নিজেই সরেজমিনে গিয়ে তদন্ত করে মামলা নেই। সেই সাথে আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাহমুদউল্লাহ রিয়াদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার চেষ্টা করছি, তখন কেউ কেউ আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এতে আমরা হতাশ।’