আকাশ স্পোর্টস ডেস্ক:
করোনাকালে জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় অর্থকষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন শুরু থেকেই করোনায় ক্ষতিগ্রস্ত এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। কখনো দলীয় উদ্যোগে কখনো বা আবার ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করছেন। সেই ধারাবাহিকতায় এবার সাড়ে তিনশ পরিবারকে খাবার দিলেন তিনি।
সোমবার (মে ১৮) রুবেল তার ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে রুবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ।দ্বিতীয়বারের মতো বাগেরহাটে আমার নিজ এলাকায় ৩৫০টি পরিবারকে খাবার দিচ্ছি।ছোট ছোট অল্প থেকেই একদিন রচিত হবে করোনার গল্প।’
শুরু থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন রুবেল। এর আগে মিরপুরে দুস্থ মানুষদের খাবার দিয়েছেন তিনি। নিজ জেলা বাগেরহাটে প্রায় ৪০০ পরিবারকে খাবার দেওয়ার পাশাপাশি ২০টি ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়েছেন।
গত মাসে রুবেলের পাঠানো সেই থার্মোমিটারগুলো বাগেরহাট প্রশাসন বিতরণ করেছে। এছাড়া নিজ বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করেও উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























