ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক

স্পেশাল পণ্যবাহী ট্রেনের উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

পঞ্চগড় পণ্যবাহী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে স্পেশাল পার্সেল ট্রেনের উদ্বোধন করেন। শাক সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহণ করা যাবে রেল কতৃপক্ষ জানায়। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে এই পার্শেল ট্রেনের উদ্বোধন করেন মন্ত্রী ।

এ সময় মন্ত্রী বলেন, এই পার্শেল ট্রেনের মাধ্যমে ব্যবসায়িরা কম খরচে পঞ্চগড় থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে পণ্য পরিবহণ করতে পারবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতির মধ্যে শাক সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহণের জন্য এই ট্রেন চালু করা হলো। পণ্য পরিবহণের জন্য বিদেশ থেকে অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব লাগেজ নিয়ন্ত্রিত এসব মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে। এ সময় মন্ত্রী পণ্য পরিবহণের জন্য ব্যবসায়িদের পার্শেল ট্রেন ব্যবহার করার আহবান জানান। প্রথম দিনে ফ্রিতে পণ্য পরিবহণ করা হয়। প্রথম দিনেই ৪ মেট্রিক টন পন্য নিয়ে যাত্রা করে পার্শেল ট্রেনটি।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে শনি, সোম ও বুধবার বেলা একটায় ছেড়ে রাত দুইটায় ঢাকায় পৌঁছবে। আবার ঢাকা থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত চারটায় ছেড়ে বিকাল পাঁচটায় পঞ্চগড় পৌঁছবে। পর্যাপ্ত বুকিং সাপেক্ষে স্পেশাল এই ট্রেনটি চলাচল করবে। পণ্যবাহী বিশেষ এই ট্রেনটি উভয় পথে রুহিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাঙ্গারহাট, নাটোর, মুলাডুলি, লাহিড়ী মোহনপুর এবং তেজগাঁও রেল স্টেশনে মালামাল উঠানো ও নামানোর জন্য যাত্রা বিরতি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাতসহ রেলবিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে গণপরিবহণ বন্ধ। আমাদের যাত্রীবাহী ট্রেনগুলো বন্ধ রেখেছি। কিন্তু পণ্যবাহী ট্রেন পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। এখন থেকে আমরা টমেটো, পিঁয়াজ, রসুন, আদাসহ সমস্ত কিছু এই স্পেশাল পার্সেল ট্রেনে পরিবহণের ব্যবস্থা নিয়েছি। যাতে দেশের কোথাও নিত্যপণ্যের সংকট না হয়।

মন্ত্রী বলেন, করোনায় সারা বিশ্বে আড়াই লাখের মত মানুষ মারা গেছে। এর মধ্যে উন্নত দেশগুলোতেই বেশি করে মারা গেছে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে যেন করোনা ছড়িয়ে না পড়ে। রোগটা এমন যে আমরা নিজেরাই বহন করি। কাজেই স্বাস্থ বিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সরকার লকডাউনসহ নানান সর্তকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। করোনার মধ্যে আমরা আবার মহাবিপদে পড়ে গেছি। এই বিপদের দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলংকায় শুটিং ফেলে কক্সবাজারে শাকিব খান

স্পেশাল পণ্যবাহী ট্রেনের উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

পঞ্চগড় পণ্যবাহী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে স্পেশাল পার্সেল ট্রেনের উদ্বোধন করেন। শাক সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহণ করা যাবে রেল কতৃপক্ষ জানায়। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে এই পার্শেল ট্রেনের উদ্বোধন করেন মন্ত্রী ।

এ সময় মন্ত্রী বলেন, এই পার্শেল ট্রেনের মাধ্যমে ব্যবসায়িরা কম খরচে পঞ্চগড় থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে পণ্য পরিবহণ করতে পারবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতির মধ্যে শাক সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহণের জন্য এই ট্রেন চালু করা হলো। পণ্য পরিবহণের জন্য বিদেশ থেকে অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব লাগেজ নিয়ন্ত্রিত এসব মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে। এ সময় মন্ত্রী পণ্য পরিবহণের জন্য ব্যবসায়িদের পার্শেল ট্রেন ব্যবহার করার আহবান জানান। প্রথম দিনে ফ্রিতে পণ্য পরিবহণ করা হয়। প্রথম দিনেই ৪ মেট্রিক টন পন্য নিয়ে যাত্রা করে পার্শেল ট্রেনটি।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে শনি, সোম ও বুধবার বেলা একটায় ছেড়ে রাত দুইটায় ঢাকায় পৌঁছবে। আবার ঢাকা থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত চারটায় ছেড়ে বিকাল পাঁচটায় পঞ্চগড় পৌঁছবে। পর্যাপ্ত বুকিং সাপেক্ষে স্পেশাল এই ট্রেনটি চলাচল করবে। পণ্যবাহী বিশেষ এই ট্রেনটি উভয় পথে রুহিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাঙ্গারহাট, নাটোর, মুলাডুলি, লাহিড়ী মোহনপুর এবং তেজগাঁও রেল স্টেশনে মালামাল উঠানো ও নামানোর জন্য যাত্রা বিরতি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাতসহ রেলবিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে গণপরিবহণ বন্ধ। আমাদের যাত্রীবাহী ট্রেনগুলো বন্ধ রেখেছি। কিন্তু পণ্যবাহী ট্রেন পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। এখন থেকে আমরা টমেটো, পিঁয়াজ, রসুন, আদাসহ সমস্ত কিছু এই স্পেশাল পার্সেল ট্রেনে পরিবহণের ব্যবস্থা নিয়েছি। যাতে দেশের কোথাও নিত্যপণ্যের সংকট না হয়।

মন্ত্রী বলেন, করোনায় সারা বিশ্বে আড়াই লাখের মত মানুষ মারা গেছে। এর মধ্যে উন্নত দেশগুলোতেই বেশি করে মারা গেছে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে যেন করোনা ছড়িয়ে না পড়ে। রোগটা এমন যে আমরা নিজেরাই বহন করি। কাজেই স্বাস্থ বিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সরকার লকডাউনসহ নানান সর্তকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। করোনার মধ্যে আমরা আবার মহাবিপদে পড়ে গেছি। এই বিপদের দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।