ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সহকর্মীর সঙ্গে পরকীয়ায় এক কর্মকর্তা বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর অঞ্চল ২-এর কর্মকর্তা মো. শাহজাহান আলী মাস্টার রোলে নিয়োগ পাওয়া এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে অভিযুক্তের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। একই ঘটনায় ওই নারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটুকুই বলা যাচ্ছে।

ডিএসসিসি সূত্র জানায়, মো. শাহজাহান আলীর অধীনে কর অঞ্চল-২ (খিলগাঁও) মাস্টার রোলে নিয়োগ পাওয়া ‘ই’ আদ্যক্ষরের এক নারী কর্মচারী কর্তব্যরত রয়েছেন। চাকরিতে স্থায়ীকরণসহ নানা প্রলোভনে তার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন শাহজাহান আলী। এ ঘটনায় তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর জিডিসহ স্বামীর বিরুদ্ধে নালিশ দেন ডিএসসিসি কার্যালয়ে।

তদন্তে কর অঞ্চল ২-এ কর্মরত অন্য কর্মকর্তা-কর্মচারীসহ শাহজাহান আলী এবং মাস্টার রোলের নারীর বক্তব্য নেওয়া হয়। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তবে অধিকতর তদন্ত এবং আইনি প্রক্রিয়ার পর শাহজাহান আলীর বিরুদ্ধে কঠিন শাস্তি নেওয়া হতে পারে।

নগরভবন সূত্র জানায়, গত বছরের ২৭ এপ্রিল মো. শাহজাহান আলীসহ ১৬ জন কর ও উপ-কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন মেয়র সাঈদ খোকন। কিন্তু ডিএসসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আনছার আলী খানের ঘনিষ্ঠজন পরিচয়ে তার ওই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহকর্মীর সঙ্গে পরকীয়ায় এক কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০২:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর অঞ্চল ২-এর কর্মকর্তা মো. শাহজাহান আলী মাস্টার রোলে নিয়োগ পাওয়া এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে অভিযুক্তের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। একই ঘটনায় ওই নারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটুকুই বলা যাচ্ছে।

ডিএসসিসি সূত্র জানায়, মো. শাহজাহান আলীর অধীনে কর অঞ্চল-২ (খিলগাঁও) মাস্টার রোলে নিয়োগ পাওয়া ‘ই’ আদ্যক্ষরের এক নারী কর্মচারী কর্তব্যরত রয়েছেন। চাকরিতে স্থায়ীকরণসহ নানা প্রলোভনে তার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন শাহজাহান আলী। এ ঘটনায় তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর জিডিসহ স্বামীর বিরুদ্ধে নালিশ দেন ডিএসসিসি কার্যালয়ে।

তদন্তে কর অঞ্চল ২-এ কর্মরত অন্য কর্মকর্তা-কর্মচারীসহ শাহজাহান আলী এবং মাস্টার রোলের নারীর বক্তব্য নেওয়া হয়। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তবে অধিকতর তদন্ত এবং আইনি প্রক্রিয়ার পর শাহজাহান আলীর বিরুদ্ধে কঠিন শাস্তি নেওয়া হতে পারে।

নগরভবন সূত্র জানায়, গত বছরের ২৭ এপ্রিল মো. শাহজাহান আলীসহ ১৬ জন কর ও উপ-কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন মেয়র সাঈদ খোকন। কিন্তু ডিএসসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আনছার আলী খানের ঘনিষ্ঠজন পরিচয়ে তার ওই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।