আকাশ জাতীয় ডেস্ক:
জামালপুর শহরে পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জামালপুরের ডেপুটি সিভিল সার্জর ডা. কেএম শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুজ্জামান বলেন, ছয়জন আক্রান্তের মধ্যে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন সাংবাদিক, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, একজন ওয়ার্ড বয়, একজন ব্রাদার এবং একজন বাবুর্চি রয়েছে। এদের মধ্যে পুলিশ কর্মকর্তা তার নিজ বাসায় আইসোলেশনে থাকবেন এবং বাকি পাঁচজনকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।
এ নিয়ে জেলায় মোট ৩২ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ইসলামপুরের দুই নারীর মৃত্যুর পরে তাদের নমুনা সংগ্রহ করা হলে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া ২০ এপ্রিল ময়মনসিংহ এসকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন দেওয়ানগঞ্জের দুলাল মিয়া মারা যান।
আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে ১০ জন, মাদারগঞ্জে নয়জন, ইসলামপুরে পাঁচজন, দেওয়ানগঞ্জে তিনজন, মেলান্দহে তিনজন এবং বকশীগঞ্জে দুজন রয়েছেন।
আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আকাশ নিউজ ডেস্ক 






















