আকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের অবহেলা ও অজ্ঞতার কারণে অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, এ ভাইরাসে আক্রান্তদের জন্য নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নেই।
আজ সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক কর্মসূচির উদ্বোধনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ফখরুল এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করার এ কর্মসূচি হাতে নিয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার করোনাভাইরাসের আক্রান্ত হলে যে হাসপাতালগুলোয় চিকিৎসার কথা বলা হচ্ছে, সে হাসপাতালগুলোয় আসলে কোনো চিকিৎসা নেই।’ তিনি আরও বলেন, কুয়েত মৈত্রী হাসপাতালে যাঁরা নার্স আছেন, তাঁদের খাবারের কোনো ব্যবস্থা নেই।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘এই যে চরম একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি কীভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।’
জেলা পর্যায়ে আক্রান্ত হলে পরীক্ষার ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই অবস্থা থেকে বেরোনোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি।’ তিনি সবাইকে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর আহ্বান জানান।
সরকারের প্রণোদনার প্যাকেজ বিত্তশালীদের জন্য জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষের জন্য কোনো বরাদ্দ নেই। প্রান্তিক মানুষ খাওয়া পাচ্ছে না। সরকার তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও বলেন, ১০ টাকা কেজি চাল চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের ঘরে।
হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করার কর্মসূচির উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের মো. মোর্শেদ হাসান খান, মাহবুব আলম।
আকাশ নিউজ ডেস্ক 





















