আকাশ জাতীয় ডেস্ক:
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামের বাসা গত ১০ দিন ধরে লকডাউন। ওনার ফ্ল্যাটে এক চিকিৎসকের করোনা পজিটিভ পাওয়ায় বাড়িটি লকডাউন করা হয়। ডা. আবুল কালাম বাসায় অবস্থান করছেন এবং সব কাজ ফোনে সারছেন।
সোমবার (১৩ এপ্রিল) ফোনে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ডা. আবুল কালাম।
তিনি জানান, ধানমন্ডি এলাকায় তার বাসা। ছয়তলা বাড়ির চারতলায় উনি থাকেন। দ্বিতীয় তলায় একটি প্রাইভেট হাসপাতালের এক চিকিৎসক থাকেন। ওই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই বাড়িটি লকডাউন করা হয়েছে।
তিনি আরো জানান, গত ১০ দিন তিনি বাসায় অবস্থান করছেন এবং হাসপাতালের সব কার্যক্রম ফোনে ফোনে কথা বলে শেষ করার চেষ্টা করছেন।
ডা. কালাম বলেন, আমাদের হাসপাতালটি সরকারের নির্দেশনায় যেকোনো কাজ করতে প্রস্তুত।
আকাশ নিউজ ডেস্ক 





















