আকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে কর্মহীন ৩০০ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের আজাদী ময়দানস্থ জেলা বিএনপি কার্যালয়ে এই সহায়তা দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্যাকেটজাত খাদ্য বিতরণ করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান জানান, আপদকালীন সময়ে এই সাহায্য কার্যক্রম অব্যাহত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 



















