ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

পাংশায় রোগীদের বাড়ি গিয়ে সেবা ও ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্যসেবা চালুর প্রক্রিয়া শুরু করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম। শনিবার থেকে এ সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।

হটলাইনে কল করলেই ডাক্তার ও নার্সরা অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সেবা ও ওষুধ দিচ্ছেন দুস্থ রোগীদের। সম্প্রতি এরকম কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে সেটা ভাইরালও হয়েছে। সাধারণ মানুষ এ জন্য স্থানীয় এমপির প্রশংসা করেছে।

রোববার দিনব্যাপী পাংশার কলিমোহর ও সরিষা ইউনিয়নসহ এলাকার বিভিন্ন স্থানের মানুষের বাড়িতে গিয়ে দুই শতাধিক রোগীকে সেবার দিয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসকরা। তাদের মধ্যে ওষুধ বিতরণ করেন তারা।

পাংশার মিষ্টি দোকানের কর্মচারী গৌতম কুমার বিশ্বাস বলেন, করোনাভাইরাস প্রতিরোধে খাদ্যসহায়তা দেয়ার পাশাপাশি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও তার পুত্র নির্বাচনী এলাকায় মানুষের পাশে থেকে সেবা দিতে কাজ করছেন। এ জন্য এলাকার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের ডা. তিতুমীর বিশ্বাস বলেন, করোনাভাইরাসের কারণে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে এমপি সাহেব ও তার পুত্র পিপিই, মাস্ক, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার গ্লাভসহ ১০ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন। এতে মানুষের সেবা দেয়ার আরও বড় একটা সুযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা পেতে কোনো জরুরি রোগী হাসপাতালে না আসতে পারে তাহলে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মোবাইল নম্বরের হটলাইনে ফোন করলেই বাড়িতে সে সেবাটা পাবে বলে জানান তিনি।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম আকাশ নিউজ কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে মাঠে কাজ করে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন ক্ষুধা এবং চিকিৎসাসেবায় কষ্ট না পায় সেই জন্য সবাইকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাংশায় রোগীদের বাড়ি গিয়ে সেবা ও ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা

আপডেট সময় ১১:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্যসেবা চালুর প্রক্রিয়া শুরু করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম। শনিবার থেকে এ সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।

হটলাইনে কল করলেই ডাক্তার ও নার্সরা অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সেবা ও ওষুধ দিচ্ছেন দুস্থ রোগীদের। সম্প্রতি এরকম কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে সেটা ভাইরালও হয়েছে। সাধারণ মানুষ এ জন্য স্থানীয় এমপির প্রশংসা করেছে।

রোববার দিনব্যাপী পাংশার কলিমোহর ও সরিষা ইউনিয়নসহ এলাকার বিভিন্ন স্থানের মানুষের বাড়িতে গিয়ে দুই শতাধিক রোগীকে সেবার দিয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসকরা। তাদের মধ্যে ওষুধ বিতরণ করেন তারা।

পাংশার মিষ্টি দোকানের কর্মচারী গৌতম কুমার বিশ্বাস বলেন, করোনাভাইরাস প্রতিরোধে খাদ্যসহায়তা দেয়ার পাশাপাশি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও তার পুত্র নির্বাচনী এলাকায় মানুষের পাশে থেকে সেবা দিতে কাজ করছেন। এ জন্য এলাকার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের ডা. তিতুমীর বিশ্বাস বলেন, করোনাভাইরাসের কারণে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে এমপি সাহেব ও তার পুত্র পিপিই, মাস্ক, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার গ্লাভসহ ১০ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন। এতে মানুষের সেবা দেয়ার আরও বড় একটা সুযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা পেতে কোনো জরুরি রোগী হাসপাতালে না আসতে পারে তাহলে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মোবাইল নম্বরের হটলাইনে ফোন করলেই বাড়িতে সে সেবাটা পাবে বলে জানান তিনি।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম আকাশ নিউজ কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে মাঠে কাজ করে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন ক্ষুধা এবং চিকিৎসাসেবায় কষ্ট না পায় সেই জন্য সবাইকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।