ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল অনেক ঘরবাড়ি

বিশ্বকাপে খেলতে আমিরকে যে পরামর্শ দিলেন ইমরান খান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মোহাম্মদ আমিরকে বিশ্বকাপ দলে সুযোগ পেতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গেল শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদের বানি গালার বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিশ্বকাপ ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে স্থান পাওয়া ১৭ ক্রিকেটার।

এসময় ‘৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান সাম্প্রতিক সময়ে আমিরের ফর্ম ও ফিটনেস নিয়ে কথা বলেন। ২৭ বছর বয়সী বাঁহাতি পেসারকে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমার ফিটনেসের মানোন্নয়নে কাজ কর। তা হলেই তুমি উইকেট পেতে শুরু করবে।

বাজে ফর্মের কারণে আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি আমিরের। সবশেষ ৯ ওয়ানডে ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে অভিজ্ঞতার বদৌলতে তাকে ক্রিকেটের বৈশ্বিক আসরের দলে দরকার মনে করছেন সাবেক পাক কিংবদন্তিরা। সেই তালিকায় আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের মতো তারকারা।

আমিরের আগুনে বোলিংয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাকে দলে জায়গা দেয়ার সুযোগ রেখেছে। তবে এজন্য বাঁহাতি পেসারকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভালো করতে হবে। ফিরতে হবে ফর্মে। প্রদর্শন করতে হবে অনন্য নৈপুণ্য।

আগামী ২৩ এপ্রিল ৮৩ দিনের সফরে ইংল্যান্ডে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে ইংল্যান্ডের স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন সরফরাজ বাহিনী।

দ্বিপক্ষীয় সিরিজ শেষে ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন তারা। উদ্বোধনী দিনের পরের দিন ৩১ মে কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবেন বাবর-হাসনাইনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

বিশ্বকাপে খেলতে আমিরকে যে পরামর্শ দিলেন ইমরান খান

আপডেট সময় ১২:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মোহাম্মদ আমিরকে বিশ্বকাপ দলে সুযোগ পেতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গেল শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদের বানি গালার বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিশ্বকাপ ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে স্থান পাওয়া ১৭ ক্রিকেটার।

এসময় ‘৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান সাম্প্রতিক সময়ে আমিরের ফর্ম ও ফিটনেস নিয়ে কথা বলেন। ২৭ বছর বয়সী বাঁহাতি পেসারকে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমার ফিটনেসের মানোন্নয়নে কাজ কর। তা হলেই তুমি উইকেট পেতে শুরু করবে।

বাজে ফর্মের কারণে আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি আমিরের। সবশেষ ৯ ওয়ানডে ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে অভিজ্ঞতার বদৌলতে তাকে ক্রিকেটের বৈশ্বিক আসরের দলে দরকার মনে করছেন সাবেক পাক কিংবদন্তিরা। সেই তালিকায় আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের মতো তারকারা।

আমিরের আগুনে বোলিংয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাকে দলে জায়গা দেয়ার সুযোগ রেখেছে। তবে এজন্য বাঁহাতি পেসারকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভালো করতে হবে। ফিরতে হবে ফর্মে। প্রদর্শন করতে হবে অনন্য নৈপুণ্য।

আগামী ২৩ এপ্রিল ৮৩ দিনের সফরে ইংল্যান্ডে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে ইংল্যান্ডের স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন সরফরাজ বাহিনী।

দ্বিপক্ষীয় সিরিজ শেষে ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন তারা। উদ্বোধনী দিনের পরের দিন ৩১ মে কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবেন বাবর-হাসনাইনরা।