অাকাশ জাতীয় ডেস্ক:
স্বাধীনতার ৭৫ বছর পূর্তির বছর ২০২২ সালের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনের বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর পিটিআই।
ইতালি সরকারকে ২০২১ সালের সম্মেলনের দায়িত্ব নেয়ার অনুরোধ করে ভারত।
এর পরিবর্তে ২০২২ সালের দায়িত্ব ভারতকে দেয়ারও আবেদন জানানো হয়। শেষ পর্যন্ত ভারত সরকারের দাবিই মেনে নেয়া হয়।
মোদি বলেছেন, তিনি ইতালিকে অনুরোধ করেন ২০২১ সালে তারা যেন জি-২০ সামিটের আয়োজন করে।
ভারতকে যেন ২০২২ সালে এ সম্মেলনের ভার দেয়া হয়। কারণ ওই বছরই ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ইতালি সানন্দে রাজি হয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 




















