অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের এক কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন একজন নারী পুলিশ কনস্টেবল। এ ঘটনায় ১৯ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ওই নারী কনস্টেবল। মামলা নম্বর- ৩৪।
মামলার এজাহারে কনস্টেবল আরিফুলের বিরুদ্ধে ওই নারীকে, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ’ করার কথা উল্লেখ করা হয়েছে।
নারী কনস্টেবলের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে থানা পুলিশ।
শাহজাহানপুর থানার ডিউটি অফিসার সঞ্জয় কুমার দাস বলেন, প্রায় মাস খানে আগে মালিবাগের হোটেল মৌচাকের ৬ষ্ঠ তলা ৬০৬ নম্বর রুমে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
কনস্টেবল আরিফুল রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















