অাকাশ জাতীয় ডেস্ক:
বড়াইগ্রাম ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে বৃষ্টি খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী। একই সঙ্গে বর, বরের খালু ও কনের চাচাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ঢুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল আলিম জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার ঢুলিয়া গ্রামের বাকু মিয়ার স্কুল পড়–য়া মেয়ে বৃষ্টি খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী গুড়–মশৈল গ্রামের ছিদ্দিকুর রহমান মৃধার ছেলে জিল্লুর রহমান মৃধার বিয়ের দিন ধার্য হয়।
সন্ধ্যায় বর ও তার স্বজনরা বিয়ে বাড়িতে এলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বিয়ে বন্ধ রাখার মুচলেকা নেয়াসহ বর, বরের খালু উপজেলার আদগ্রামের আবদুস সালাম ও কনের চাচা ঢুলিয়া গ্রামের শাকিল হোসেন সাকুকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 























