ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট না ‘সার্বিক ঐক্য’?

অাকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন জাতীয় রাজনীতি নিয়ে নানামুখী রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। ড. কামাল হোসেনের নেতৃত্ব গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বি চৌধুরীর নেতৃত্বে চলছে যুক্তফ্রন্ট। এবার নতুন আলোচনায় ‘সার্বিক ঐক্য’।

রাজনীতির মাঠে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি নিজে কোন জোটে যাবেন তা এখনো নিশ্চিত করেননি। এজন্য তিনি ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

তবে কাদের সিদ্দিকী কোনো একটি জোটে যোগ না দিয়ে দুই জোটকে একত্রিকরণের চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তিনি ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্তফ্রন্টের সমঝোতার চেষ্টা করছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্ট আর বি চৌধুরীর যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা করেছেন। এ দুই নেতাসহ সবাইকে নিয়ে ‘সার্বিক ঐক্য’ চাইছেন তিনি।

কাদের সিদ্দিকীর রাজনৈতিক দলের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগ কোন জোটে যোগ দেবেন, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে।

তবে বুধবার কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় তার সঙ্গে ড. কামাল হোসেন বৈঠক করেছেন। বৈঠক শেষে কামাল হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, বহু আগে থেকেই আমাদের প্রতি কাদের সিদ্দিকীর সমর্থন আছে। কৃষক শ্রমিক জনতা লীগ আমাদের সঙ্গে থাকবে কি না, তা ৩ নভেম্বর জানা যাবে।

এদিকে কাদের সিদ্দিকী বৃহস্পতিবার টাঙ্গাইলে নিজের নির্বাচনী এলাকায় গেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্যই তিনি টাঙ্গাইলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে সর্বশেষ বৃহস্পতিবার কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমার চাওয়া একটি বিশ্বাসযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসেন আমার আপত্তি নেই। তাই সবাইকে নিয়ে ঐক্য চাই। সার্বিক ঐক্যের এই চেষ্টা আমি চালিয়ে যাব। আমার অবস্থান জানাব ৩ নভেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট না ‘সার্বিক ঐক্য’?

আপডেট সময় ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

আসন্ন জাতীয় রাজনীতি নিয়ে নানামুখী রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। ড. কামাল হোসেনের নেতৃত্ব গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বি চৌধুরীর নেতৃত্বে চলছে যুক্তফ্রন্ট। এবার নতুন আলোচনায় ‘সার্বিক ঐক্য’।

রাজনীতির মাঠে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি নিজে কোন জোটে যাবেন তা এখনো নিশ্চিত করেননি। এজন্য তিনি ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

তবে কাদের সিদ্দিকী কোনো একটি জোটে যোগ না দিয়ে দুই জোটকে একত্রিকরণের চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তিনি ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্তফ্রন্টের সমঝোতার চেষ্টা করছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্ট আর বি চৌধুরীর যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা করেছেন। এ দুই নেতাসহ সবাইকে নিয়ে ‘সার্বিক ঐক্য’ চাইছেন তিনি।

কাদের সিদ্দিকীর রাজনৈতিক দলের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগ কোন জোটে যোগ দেবেন, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে।

তবে বুধবার কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় তার সঙ্গে ড. কামাল হোসেন বৈঠক করেছেন। বৈঠক শেষে কামাল হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, বহু আগে থেকেই আমাদের প্রতি কাদের সিদ্দিকীর সমর্থন আছে। কৃষক শ্রমিক জনতা লীগ আমাদের সঙ্গে থাকবে কি না, তা ৩ নভেম্বর জানা যাবে।

এদিকে কাদের সিদ্দিকী বৃহস্পতিবার টাঙ্গাইলে নিজের নির্বাচনী এলাকায় গেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্যই তিনি টাঙ্গাইলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে সর্বশেষ বৃহস্পতিবার কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমার চাওয়া একটি বিশ্বাসযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসেন আমার আপত্তি নেই। তাই সবাইকে নিয়ে ঐক্য চাই। সার্বিক ঐক্যের এই চেষ্টা আমি চালিয়ে যাব। আমার অবস্থান জানাব ৩ নভেম্বর।