আকাশ স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ভারত। শুধু দারুণ নয়, বিশাল রানের জয় পেয়েছে কোহলিরা। ২২৪ রানের বিশাল এ জয়ে রেকর্ড গড়ল ইন্ডিয়া। এটি তাদের তৃতীয় সর্বোচ্চ রানের জয়।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৭৭ রান করে করে ভারত। আর জবাবে খেলতে নেমে মাত্র ৩৬.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।
ভারতের হয়ে সর্বোচ্চ ১৩৭ বলে ১৬২ রান করেন রোহিত শর্মা। এছাড়া ৮১ বলে ১০০ করেন রাইডু। আর ক্যারিবীয়দের মধ্যে জ্যাসন হোল্টার ৭০ বলে ৫৪ রান করেন। ফলাফলে ২২৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।
আকাশ নিউজ ডেস্ক 






















