আকাশ আইসিটি ডেস্ক:
সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারির এডাটার পাওয়ার ব্যাক আনলো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মডেল এডাটা পি৫০০০।
নতুন এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ইউভি লাইট যার মাধ্যমে যে কোনো নোট জাল কিনা তা শনাক্ত করা যাবে।
এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
এছাড়াও এই পাওয়ার ব্যাংকটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে এতে কোন দাগ কিংবা আঁঁচড় পড়বে না।
১১৭ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ৯৯*৪৩*২২ এমএম ডাইমেনশন এবং ডিসি ৫ভি/১.০এ ইনপুট ও ভিসি ৫ভি/১.০এ আউটপুট।
এক বছরের ওয়ারেন্টি সহ এই পাওয়ার ব্যাংকটির মূল্য মাত্র ৭৫০ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 
























