অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, হলি আর্টিজান জঙ্গি হামলা থেকে শুরু করে প্রতিটি ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ২০০৫ সালে সারাদেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত একটি অশুভ শক্তি। যখনই তারা ক্ষমতায় এসেছে হত্যা সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আবারও তারা একই অপচেষ্টায় লিপ্ত।
তিনি আরো বলেন, এটা পরিষ্কার হয়ে গেছে, বিএনপি-জামায়াতের অবস্থান জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে। এই শুভ শক্তি এখনো নানা চক্রান্তে তৎপর।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 




















