ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর

আরাফাত সানির ৭ উইকেট

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় লিগের প্রথম রাউন্ডে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে একচেটিয়া দাপট দেখিয়েছেন বোলাররা। বোলারদের সাফল্যের দিনে সবচেয়ে বেশি উজ্জ্বল আরাফাত সানি।

প্রথম রাউন্ডের দুই ইনিংস মিলে ৭ উইকেট শিকার করা বাঁ-হাতি এ স্পিনার সোমবার নেন ৭ উইকেট। তিন বছর পর প্রথম শ্রেণির ক্রিকেট ৫ বা তার বেশি উইকেট নেন জাতীয় দলের বাইরে থাকা এ স্পিনার।

ঢাকা বিভাগ-ঢাকা মেট্রো

ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আরাফাত সানির ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২০৬ রানে অলআউট ঢাকা বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন তাইবুর রহমান। ঢাকা মেট্রোর হয়ে ২৪ ওভারে ৫৭ রানের খরচায় ৭ উইকেট নেন আরাফাত সানি। টার্গেট তাড়া করতে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান সংগ্রহ ঢাকা মেট্রোর।

রংপুর বিভাগ-রাজশাহী বিভাগ

রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে ফরহাদ রেজার গতির মুখে পড়ে ১৫১ রানেই অলআউট হয়ে যায় রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন নাঈম ইসলাম। এর আগে প্রথম রাউন্ডে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি।

রাজশাহীর হয়ে ৩টি করে উইকেট নেন ফরহাদ রেজা ও মোহর শেখ। এছাড়া ২ উইকেট নেন শফিকুল ইসলাম। জবাবে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৯৯ রান সংগ্রহ করেছে রাজশাহী। ৫৯ ও ৩৭ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান।

বরিশাল বিভাগ-খুলনা বিভাগ

খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আব্দুর রাজ্জাকের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২৬৬ রান সংগ্রহ করতেই ৮ উইকেট হারিয়েছে বরিশাল।

দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত আছেন নুরুজ্জামান। এছাড়া ৪১ রান করেছেন ওপেনার শাহরিয়ার নাফিস। খুলনার হয়ে ৩ উইকেট নেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। এছাড়া দুটি করে উইকট শিকার করেন পেস বোলার আল আমিন হোসেন ও অফ স্পিনার মেহেদি হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরাফাত সানির ৭ উইকেট

আপডেট সময় ০৯:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় লিগের প্রথম রাউন্ডে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে একচেটিয়া দাপট দেখিয়েছেন বোলাররা। বোলারদের সাফল্যের দিনে সবচেয়ে বেশি উজ্জ্বল আরাফাত সানি।

প্রথম রাউন্ডের দুই ইনিংস মিলে ৭ উইকেট শিকার করা বাঁ-হাতি এ স্পিনার সোমবার নেন ৭ উইকেট। তিন বছর পর প্রথম শ্রেণির ক্রিকেট ৫ বা তার বেশি উইকেট নেন জাতীয় দলের বাইরে থাকা এ স্পিনার।

ঢাকা বিভাগ-ঢাকা মেট্রো

ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আরাফাত সানির ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২০৬ রানে অলআউট ঢাকা বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন তাইবুর রহমান। ঢাকা মেট্রোর হয়ে ২৪ ওভারে ৫৭ রানের খরচায় ৭ উইকেট নেন আরাফাত সানি। টার্গেট তাড়া করতে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান সংগ্রহ ঢাকা মেট্রোর।

রংপুর বিভাগ-রাজশাহী বিভাগ

রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে ফরহাদ রেজার গতির মুখে পড়ে ১৫১ রানেই অলআউট হয়ে যায় রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন নাঈম ইসলাম। এর আগে প্রথম রাউন্ডে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি।

রাজশাহীর হয়ে ৩টি করে উইকেট নেন ফরহাদ রেজা ও মোহর শেখ। এছাড়া ২ উইকেট নেন শফিকুল ইসলাম। জবাবে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৯৯ রান সংগ্রহ করেছে রাজশাহী। ৫৯ ও ৩৭ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান।

বরিশাল বিভাগ-খুলনা বিভাগ

খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আব্দুর রাজ্জাকের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২৬৬ রান সংগ্রহ করতেই ৮ উইকেট হারিয়েছে বরিশাল।

দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত আছেন নুরুজ্জামান। এছাড়া ৪১ রান করেছেন ওপেনার শাহরিয়ার নাফিস। খুলনার হয়ে ৩ উইকেট নেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। এছাড়া দুটি করে উইকট শিকার করেন পেস বোলার আল আমিন হোসেন ও অফ স্পিনার মেহেদি হাসান।