অাকাশ জাতীয় ডেস্ক:
বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে সিম বিক্রির অভিযোগে গ্রামীণ ফোনের এক কর্মকর্তাসহ প্রতারক চক্রের দুইজনকে আটক করেছে র্যাব-৪। এ সময় বিপুল অবৈধ সিম জব্দ করা হয়।
রবিবার সকালে র্যাবের পক্ষ থেকে মুঠোফোনে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়। সেখানে আটক দুইজনের মধ্যে গ্রামীণ ফোনের কর্মকর্তার নাম জানানো হয়েছে। তার নাম সৈয়দ তানভীরুর রহমান। তিনি গ্রামীণ ফোনের সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস কর্মকর্তা। অন্যজনের নাম জানানো হয়নি।
তবে দুইজনকে কখন ও কোথা থেকে আটক করা হয়েছে খুদেবার্তায় তা জানানো হয়নি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে রবিবার দুপুর ১২টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 














