অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না। কারণ আওয়ামী লীগের দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল।’
শনিবার পুরান ঢাকার চকবাজারে আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিকল্পধারা সভাপতি বি. চৌধুরী ও ড. কামালকে নিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র দেশের মানুষ সফল হতে দেবে না। তাদের এই ঐক্য দেশবিরোধী ষড়যন্ত্রের ঐক্য, উন্নয়ন বিরোধী ঐক্য।
একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই দেশের উন্নয়ন করতে পারে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই কৃতিত্ব শেখ হাসিনার। তাই উন্নয়ন অব্যাহত রাখতে হলে ফের শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 











