আকাশ স্পোর্টস ডেস্ক:
জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের নতুন করে তদন্ত শুরু হওয়ায় উদ্বিগ্ন তাঁর স্পনসররা।
ঘটনার গতিপ্রকৃতির উপর তারা গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থার সঙ্গে রোনালদোর প্রায় ৮০ মিলিয়ন ইউরোর চুক্তি রয়েছে। রোনালদোর সঙ্গে আরও বহুজাতিক সংস্থার চুক্তি রয়েছে। তারাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করায় জুভেন্টাসের শেয়ারদর শুক্রবার ১৮ শতাংশ পড়ে গিয়েছে বলে জানা যায়।
রোনালদোর বিরুদ্ধে অভিযোগ, লাস ভেগাসের হোটেলে ২০০৯ সালে ক্যাথরিন মায়োরগা নামে এক মহিলাকে যৌন হেনস্থা করেন তিনি।
এক জার্মান পত্রিকায় লেখা হয়েছে, ২০১০ সালে বহু টাকার বিনিময়ে রোনালদো তাঁর কাছ থেকে প্রকাশ্যে মুখ না খোলার প্রতিশ্রুতি আদায় করেন। তখন লাস ভেগাস পুলিশও ঘটনার তদন্ত বন্ধ করে দেয়। কিন্তু জার্মান পত্রিকাকে সম্প্রতি ক্যাথরিন বলেছেন, পরিবারের নিরাপত্তার কথা ভেবেই সে সময় তিনি মুখ বন্ধ করেছিলেন। সঙ্গে তাঁর এটাও মনে হয়েছিল যে, রোনালদোর মতো মহাতারকার সঙ্গে লড়াইয়ে পেরে উঠবেন না তিনি। কিন্তু সম্প্রতি ‘যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ’ আন্দোলনে প্রভাবিত হয় তিনি নাকি নতুন করে অভিযোগ জানানোর মানসিক শক্তি অর্জন করেছেন। এবার সরাসরি রোনালদোর নামও করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে লাস ভেগাস পুলিশও তদন্তের কাজ শুরু করেছে।
অন্যদিকে, রোনালদোর নতুন ক্লাব ইতালির জুভেন্তাস কিন্তু এই ঘটনায় পর্তুগিজ তারকার পাশে দাঁড়াচ্ছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে,‘ক্রিশ্চিয়ানো রোনালদো বুঝিয়েছেন তিনি কতটা পেশাদার এবং নিজের কাজের প্রতি গভীর ভাবে নিবেদিত প্রাণ। জুভেন্টাসের সবাই যার প্রশংসা করছে। তার যে কোনও সংকটে ক্লাব পাশে থাকবে।’
প্রসঙ্গত,রোনালদো নিজে এই অভিযোগ ওঠার পর পুরো ব্যাপারটাই ‘মিথ্যে’ বলে দাবি করেছিলেন রোনালদো।
আকাশ নিউজ ডেস্ক 























