অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে বুধবার সকালে হাসপাতালের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে উদ্ধারকর্মীরা প্রায় আড়াইশ রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
এনডিটিভির খবরে বলা হয়, সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের ভবনের একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করে। যে ভবনে আগুন লেগেছে সেখানে কার্ডিওলজি, আইসিইউ ও মেডিসিন বিভাগ রয়েছে। তার পাশেই রয়েছে অক্সিজেন স্টোর।
রোগীদের তাৎক্ষণিক নিরাপদ স্থানে সরিয়ে নেয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আকাশ নিউজ ডেস্ক 
























