অাকাশ স্পোর্টস ডেস্ক:
একই ধরনের অপরাধ- রেফারিতে ধাক্কা মারা। কিন্তু একজনের হলো বড় শাস্তি আর অন্যজন পেয়ে গেলেন পার। বর্তমান ফুটবল দুনিয়ায় সেরা দুই খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওলেন মেসি। দু’জনের ক্ষেত্রে ঘটেছে দু’ রকম ঘটনা।
একই ধরণের অপরাধে ক্রিস্টিয়ানো রোনালাদো পাঁচ ম্যাচ নিষিদ্ধ হলেও লিওনের মেসির বিরুদ্ধে কোনো অভিযোগই ওঠেনি। ঘটনার একটি কয়েকদিন আগে আরেকটি ২০০৮-০৯ মৌসুমের। কিন্তু দু’টি ঘটনা যেহেতু সময়ের সেরা দুই ফুটবলার ও সেরা দুই ক্লাবের মধ্যে তাই আলোচনায় আসছে। স্প্যানিশ গণমাধ্যমের কল্যাণে বিষয়টি এখন ভাইরাল। ইউরোপের ফুটবল ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। দু’দিন আগে স্প্যানিশ সুপার কাপে ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে খেলতে যায় রিয়াল মাদ্রিদ। এদিন মাঠে নামার আট মিনিটের মাথায় রিয়ালের হয়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাঁধনহারা উচ্ছ্বাসে গায়ের জার্সি খুলে দর্শকদের দিকে উঁচু করে ধরেন তিনি। খেলা চলাকালে জার্সি খোলার দায়ে হলুদ কার্ড দেখেন রোনালদো।
এরপর ৮০ মিনিটে ঘটে আরেকটি ঘটনা। বার্সেলোনার রক্ষণ ভেঙে বল নিয়ে গোলমুখের দিকে এগিয়ে যাচ্ছিলেন রোনালদো। এ সময় স্বাগতিক দলের ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির হালকা আঘাতে ডি বক্সের মধ্যে পড়ে যান রোনালদো। মাটি থেকে উঠে পেনাল্টির আবেদন করেন রোনালদো। কিন্তু হলো উল্টো ঘটনা। ‘ডাইভ’ দেয়ার অভিযোগে রোনালদোকে আরো একটি হলুদ কার্ড দেখান রেফারি। এতে লালাকার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। রেফারির অমন সিদ্ধান্তে অবাক দর্শকরা। সাদা চোখে সেটাকে কেউ ডাইভ মনে করছেন না। বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে।
লালকার্ড দেখার পর মেজাজ হারিয়ে রেফারিকে আলতো ধাক্কা মারেন রোনালদো। এই অপরাধে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার। স্প্যানিশ ফুটবলের নিয়মই এমন। রেফারির গায়ে আলতো ধাক্কা দিলেও ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন খেলোয়াড়। ওই নিয়মে রোনালদো ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। কিন্তু বিষয়টি সহজভাবে নেননি রোনালদোর কোচ সতীর্থরা।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২০০৮-০৯ মৌসুমের সেই ম্যাচটিও ছিল এল ক্লাসিকো। রেফারির একটি সিদ্ধান্তে অসন্তোস হয়ে তাকে ধাক্কা মারেন মেসি। কিন্তু তখন মেসির কোনো শাস্তি হয়নি। এমন কি রেফারি তার নামে কোনো রিপোর্টও করেনি। বিষয়টি সামনে এনে রিয়ালের সমর্থকরা বলতে চাইছেন, তাহলে কি সবার জন্য আইন এক নয়? কিন্তু বার্সেলোনার সমর্থকরা পুরোনো কাসুন্দি ঘাটতে রাজি নয়।
আকাশ নিউজ ডেস্ক 























